সোমবারের মধ্যেই গাজায় যুদ্ধবিরতির আশা বাইডেনের

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-02-27 12:40:40

আগামী সোমবারের মধ্যেই গাজায় যুদ্ধবিরতির আশা প্রকাশ করেছেন যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আশার কারণ হিসেবে তিনি বলেন, শত্রুতা বন্ধ করতে এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য কাতারে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের আলোচনায় অগ্রগতি হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) নিউ ইয়র্ক সফরের সময় বাইডেন সাংবাদিকদের এ কথা বলেন বলে জানায় বিবিসি।

বাইডেন বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন আমরা খুব কাছে পৌঁছে গেছি। আমরা খুবই কাছে। যদিও এখনও চুক্তি হয়নি। আমি আশা করছি আগামী সোমবারের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতি চুক্তি পারব।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির এই আলোচনায় মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করছে।

এদিকে জাতিসংঘ বলেছে, গাজায় প্রায় ২৩ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

গত বছর ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২শ’র বেশি মানুষকে হত্যা করে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। জিম্মি করে গাজায় নিয়ে যায় প্রায় আড়াইশ মানুষকে। সেদিন থেকেই তীব্র আক্রশে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। যে হামলা এখনো চলছে। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৩০ হাজার ছুঁই ছুঁই। গাজায় হামলায় নিহতদের একটি বড় অংশ নারী ও শিশু।

এ সম্পর্কিত আরও খবর