সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে সিবিআইয়ের সমন

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-28 19:20:10

বেআইনি বালি খাদান সংক্রান্ত মামলায় তলব করে ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদবকে সমন পাঠিয়েছে সিবিআই।

এনডিটিভি জানিয়েছে, ফৌজদারি দণ্ডবিধির ১৬০ ধারায় বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) তাকে সশরীরে হাজির থাকার জন্য ওই সমন পাঠানো হয়েছে।

লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির (এসপি) জোট চূড়ান্ত হয়েছে গত সপ্তাহে। ঘটনাচক্রে, তারপরেই কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের এই সমন।

তবে অভিযুক্ত হিসাবে নয়, বরং সাক্ষী হিসাবে জবানবন্দি দিতেই অখিলেশকে তলব করা হয়েছে দুর্নীতি ও অপরাধমূলক মামলা সংক্রান্ত ওই সমনে।

সিবিআইয়ের অভিযোগ, অখিলেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০১২-১৬ সালে হামিরপুর জেলার বালি ও অন্যান্য কিছু খনিজ উত্তোলনের জন্য নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার বণ্টন করা হয়েছিল।

হামিরপুরের তৎকালীন জেলাশাসকসহ কয়েকজন সরকারি কর্মকর্তার ওই পদক্ষেপের ফলে রাজস্বের ক্ষতি হয়। একই সঙ্গে, বেআইনিভাবে বালি ও খনিজবাহী যানবাহন থেকে শুল্ক আদায়ের অনুমতিও দেওয়া হয়েছিল কয়েকটি সংস্থাকে। এ করণেই অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনেছে সিবিআই।

এ সম্পর্কিত আরও খবর