রাশিয়া থেকে নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ইরান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-29 21:26:10

পশ্চিমাদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের তৈরি একটি গবেষণা স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপণ করেছে রাশিয়া।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ‘পারস-১’ নামের স্যাটেলাইটটি বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোম থেকে মস্কোর সয়ুজ রকেট দ্বারা উৎক্ষেপণ করা হয়।

ইরানের টেলিযোগাযোগ মন্ত্রী ইসা জারেপুর বলেছেন, ‘পার্স-১ সম্পূর্ণভাবে দেশীয় উন্নত প্রযুক্তিতে তৈরি।’

ইরান দাবি করেছে, এটি তার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দ্বারা একটি গবেষণা স্যাটেলাইট।

উল্লেখ্য, গত জানুয়ারিতে নিজস্ব রকেট ব্যবহার করে কক্ষপথে একই সঙ্গে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল ইরান।

এদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সরকারগুলো বারবার ইরানকে এই ধরনের উৎক্ষেপণের বিরুদ্ধে সতর্ক করে বলেছে, একই প্রযুক্তি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহার করা যেতে পারে।

কিন্তু, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ওই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে তেহরান।

২০১৮ সালে একটি যুগান্তকারী পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহারের পর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে থেকেও তার পারমাণবিক কর্মকাণ্ডকে সম্প্রসারিত করেছে তেহরান।

২০২২ সালের আগস্টে রাশিয়া কাজাখস্তান থেকে কক্ষপথে ইরানের রিমোট-সেন্সিং ‘খৈয়াম’ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল, যা দুই দেশের মধ্যে গভীর বৈজ্ঞানিক সহযোগিতার প্রতিফলন ঘটিয়েছিল।

এভাবে ইরানসহ পশ্চিমাদের দ্বারা বঞ্চিত অন্যান্য দেশের সাথে তার মিত্রতা জোরদার করার চেষ্টা করেছে মস্কো।

এ ছাড়াও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে আক্রমণের জন্য সামরিক ড্রোন সরবরাহ করার অভিযোগ করেছে পশ্চিমারা।

চলতি মাসে যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ক্ষেত্রে ইরানের সমর্থনের জন্য শীঘ্রই তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে তারা।

এ সম্পর্কিত আরও খবর