বিশ্বজুড়ে মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১১ মার্চ) এক বিবৃতিতে তিনি ও তার স্ত্রী জিল বাইডেন এই শুভেচ্ছা জানান।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সকল মুসলমানদের ‘রামাদান করিম’ শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রী। একইসঙ্গে ফিলিস্তিনি জনগণের দুর্দশাকে স্বীকৃতি দিয়ে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য এবং যুদ্ধবিরতিতে আন্তর্জাতিক প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বাইডেন বলেন, গাজায় গত ৭ অক্টোবর থেকে হামলায় এখনো পর্যন্ত প্রায় ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিরভাগই শিশু ও নারী। এদের মধ্যে আমেরিকান মুসলমানদের পরিবারের সদস্যও রয়েছেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়ে গভীরভাবে শোকাহত।
তিনি আরও বলেন, পবিত্র এই মাসটি প্রতিফলন এবং নিজেকে ফিরে পাওয়ার একটি সময়। কিন্তু এ বছরের এই মাসটি আমাদের সামনে অপরিসীম বেদনার মুহূর্তে এসেছে। গাজার যুদ্ধ ফিলিস্তিনি জনগণকে ভয়ানক দুর্ভোগ আমাদের ব্যথিত করে। ফিলিস্তিনের বেসামরিক মানুষদের জন্য কমপক্ষে ছয় সপ্তাহের জন্য টেকসই যুদ্ধবিরতি কার্যকরের জন্য অবিরাম কাজ চালিয়ে যাবে।
এরপর আমরা স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শান্তির দীর্ঘমেয়াদী ভবিষ্যতের দিকে বিনির্মাণ চালিয়ে যাব। এতে ফিলিস্তিনি ও ইসরায়েলিরা স্বাধীনতা, মর্যাদা, নিরাপত্তা এবং সমৃদ্ধির সমান পদক্ষেপ নিশ্চিত করার জন্য একটি দ্বি-রাষ্ট্র সমাধান অন্তর্ভুক্ত থাকবে। আর এটাই স্থায়ী শান্তির একমাত্র পথ।
উল্লেখ্য, চাঁদ দেখার মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। ইবাদতসহ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাসটি পালন করবেন সারা বিশ্বের মুসলিমরা। ইসরায়েলি বাহিনী গত কয়েক মাস ধরে ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ করেছে।
এবার রমজানে আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ পড়ার অনুমতি দিলেও তা কেবল ৪০ বছরের বেশি বয়সী নারীদের জন্য। পুরুষ ও যুবতী নারীদের মসজিদে প্রবেশে বাধা দেয় ইসরায়েলি সেনা বাহিনী।