লেবাননে ইসরায়েলের হামলায় হামাস সদস্যসহ নিহত ৩

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-13 22:29:43

দক্ষিণ লেবাননে বুধবার (১৩ মার্চ) ইসরায়েলের ড্রোন হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের এক সদস্যসহ দুইজন নিহত হয়েছে।

ভূমধ্যসাগরীয় উপকূলের কাছে টায়ার শহরের বাইরে একটি গাড়িতে হামলার ফলে ওই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

লেবাননের রাষ্ট্রীয় মিডিয়া নিহত হামাস সদস্যকে রাশিদিহ শরণার্থী শিবিরের বলে চিহ্নিত করেছে।

এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী বুধবার দক্ষিণ গাজার শহর খান ইউনিসে বিমান হামলা চালিয়েছে এবং হামাসকে নির্মূল করার জন্য ইসরায়েলের লক্ষ্য অনুসরণ করে মধ্য গাজায় স্থল অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, গত দিনে ইসরায়েলের আক্রমণে আরও ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

মন্ত্রণালয়টির তথ্য মতে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা কমপক্ষে ৩১ হাজার ২৭২ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে আরও ৭৩ হাজার।

এ ছাড়াও মঙ্গলবার গভীর রাতে ইসরায়েলি বাহিনী জেরুজালেমের নিকটবর্তী আল-জিব গ্রামে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

ইসরায়েলি পুলিশ দাবি করেছে যে, পাঁচজন ফিলিস্তিনি একটি হাইওয়েতে বোমা নিক্ষেপ করেছিল।

আরেকটি পৃথক ঘটনায়, জেরুজালেমের উপকণ্ঠে একটি শরণার্থী শিবিরে সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনী ১২ বছরের একটি ছেলেকে গুলি করে হত্যা করেছে।

এ সম্পর্কিত আরও খবর