‘এক দেশ এক ভোট’, প্রেসিডেন্টের কাছে রিপোর্ট জমা দিল কমিটি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-14 16:04:54

ভারতে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার আগে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিয়েছে ‘এক দেশ এক ভোট’ (ওয়ান নেশন ওয়ান ইলেকশন) নীতি কার্যকর করার লক্ষ্যে নরেন্দ্র মোদি সরকারের গড়া কমিটি।

ওই কমিটির প্রধান তথা সাবেক প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ বৃহস্পতিবার (১৪ মার্চ) রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদীর হাতে রিপোর্টটি তুলে দেন। এ সময় সেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ কমিটির অন্য সদস্যরা।

এদিকে, চলতি সপ্তাহেই লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে এনডিটিভি। তার আগে এই পদক্ষেপ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

কারণ, কংগ্রেস, তৃণমূল, সিপিএমসহ বিরোধী দলগুলো শুরু থেকেই ‘এক দেশ এক ভোট’ পদ্ধতির বিপক্ষে। ওই পদ্ধতির সমালোচনায় মুখর কংগ্রেসের মতে, এই নীতি নিয়ে মোদি সরকার নতুন মোড়কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে।

বিরোধী নেতাদের অভিযোগ হলো, ‘এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী।’

বিশেষত বিজেপিবিরোধী আঞ্চলিক দলগুলোর আশঙ্কা, এক দেশ এক ভোট নীতি কার্যকর হলে লোকসভার ঢেউয়ে ভেসে যাবে বিধানসভাগুলো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির অঙ্ক হলো, শুধু লোকসভা নির্বাচন হলে বিরোধী দলগুলোর পক্ষে আসন সমঝোতা করা সহজ হবে। কিন্তু, এর সঙ্গে বিধানসভা নির্বাচন জুড়ে দিতে পারলে কংগ্রেসের সঙ্গে সহযোগী আঞ্চলিক দলগুলোর বিরোধ অনিবার্য হয়ে উঠবে।

বিরোধীদের একাংশের আশঙ্কা, পরবর্তী পর্যায়ে এই নীতিতে হেঁটে রাজ্য নির্বাচন কমিশনগুলোকে কার্যত ক্ষমতাহীন করে দিয়ে পঞ্চায়েত-পৌরসভা নির্বাচনকেও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হবে।

এ সম্পর্কিত আরও খবর