হামাসের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইসরায়েলের মন্ত্রীসভায় বৈঠক

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-15 17:40:53

ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাসের দেওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুদ্ধকালীন মন্ত্রীসভার বৈঠকে বসছে ইসরায়েল।

এর আগে শুক্রবার (১৫ মার্চ) ২ ধাপে যুদ্ধবিরতির প্রস্তাব করেছিল হামাস। তারই প্রেক্ষিতে আজ-ই আলোচনায় বসতে চলেছে ইসরায়েল। তবে দিনের কোন সময় বৈঠকটি হবে তা উল্লেখ করেনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ঘোষিত নতুন প্রস্তাবে হামাস বলে, যুদ্ধবিরতির প্রাথমিক ধাপে তারা বয়স্ক, নারী ও অসুস্থ জিম্মিদের ছেড়ে দেবে। এর বদলে ৭০০ থেকে ১০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হবে। যার মধ্যে অন্তত ১০০ বন্দি রয়েছেন যারা দখলদার ইসরায়েলের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

এরপরের ধাপে সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। আর ওই সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতির তারিখ নির্ধারণ করতে হবে। এই যুদ্ধবিরতির প্রস্তাবটি মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের কাছে পাঠিয়েছে হামাস।

হামাস নতুন প্রস্তাব দেওয়ার পর ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা আন্দোলন শুরু করেছেন। তারা মন্ত্রীসভাকে চাপ দিচ্ছে প্রস্তাবটিতে রাজি হতে। জিম্মিদের পরিবার বলছে, প্রিয়জনদের ফিরে পাওয়ার ক্ষেত্রে তাদের সামনে নতুন আরেকটি সুযোগ এসেছে। আর এ সুযোগটি কাজে লাগানোর দাবি জানাচ্ছেন তারা।



এ সম্পর্কিত আরও খবর