বিশ্বের সবচেয়ে বয়স্ক কোটিপতি জর্জ জোসেফ

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-04-05 21:32:13

ফোর্বস বিলিয়নেয়ার তালিকা অনুযায়ী, ১০২ বছর বয়সি জর্জ জোসেফ বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক কোটিপতি।

এই মার্কিন ব্যবসায়ী লস এঞ্জেলেসভিত্তিক বীমা কোম্পানি মার্কারি জেনারেল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা। তিনি বীমা শিল্পে সাফল্যের জন্য সুপরিচিত বলে জানিয়েছে এনডিটিভি।

জর্জ জোসেফ ১৯২১ সালে পশ্চিম ভার্জিনিয়ার বেকলিতে এক লেবানিজ অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৯ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গণিত এবং পদার্থবিদ্যায় স্নাতক হন।

তিনি মহামন্দার সময় বেড়ে উঠেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ফ্লাইট নেভিগেটর হিসাবে কাজ করেন এবং ইউএস আর্মি এয়ার কর্পসের অংশ হিসাবে উত্তর আফ্রিকা এবং ইতালিতে ৫০টি মিশন সম্পন্ন করেছেন।

জর্জ জোসেফ সিস্টেম বিশ্লেষক হিসাবে লস এঞ্জেলেসে অক্সিডেন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে তার কর্মজীবন শুরু করেন। তিনি ডোর টু ডোর সেলসম্যান ছিলেন এবং রাতের বেলায় অবসর সময়ে তিনি মানুষকে জীবন বীমা পলিসি করাতেন।

জর্জ জোসেফের মার্কারি জেনারেলের বার্ষিক আয় মোট ৪.৬ বিলিয়ন মার্কিন ডলার।

তিনি ১৯৬১ সালে ২ মিলিয়নের মার্কিন ডলারের প্রাথমিক মূলধন নিয়ে কোম্পানিটি শুরু করেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর