ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটির রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি তার বিদেশি সব সফর স্থগিত করেছেন।
বৃহস্পতিবার (১৬ মে) সংবাদসংস্থা রয়টার্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় রাষ্ট্রীয় টেলিভিশন ডি ডি নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের খারকিভ এলাকায় ঢুকে পড়েছে। একের পর এক অঞ্চল দখল করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে জেলেনস্কি নিজের সব বিদেশ ভ্রমণ স্থগিত করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, আগামী কিছুদিন প্রেসিডেন্ট জেলেনস্কিসহ অন্যদের যেসব আন্তর্জাতিক ভ্রমণ ছিল, তা স্থগিত করা হলো। পরবর্তীতে এসব ভ্রমণ পুনর্নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রো লাজুতকিন বলেছেন, ‘কিছু রাশিয়ান পদাতিক সেনারা শহরে প্রবেশ করেছে। ইউক্রেনীয় সৈন্যরা প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে। এতে রাশিয়ান সৈন্যরা কিছুটা পিঁছু হটেছে।
ভোভচানস্কের টহল পুলিশ প্রধান ওলেক্সি খারকিভস্কি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘পরিস্থিতি অত্যন্ত কঠিন। শত্রুরা ভোভচানস্ক শহরের রাস্তায় অবস্থান নিচ্ছে।’
ইউক্রেনের জেনারেল স্টাফ দ্বারা জারি করা একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সৈন্যরা সীমান্তে রাশিয়ার চারটি আক্রমণ প্রতিহত করেছে, তবে গ্রামের একটি স্ট্রিংয়ের কাছে লড়াই চলছে। ভোভচানস্কের কাছে সৈন্যরা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রতিরক্ষামূলক পদক্ষেপ অবস্থান নিয়েছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (১৬ মে) বলেছে, তার বাহিনী এই অঞ্চলে আরও দুটি বসতি দখল করেছে। এ নিয়ে মোট দখলকৃত স্থানের সংখ্যা দাঁড়িয়েছে ১২টিতে।
গত শুক্রবারের রাশিয়ার হামলার পর থেকে ভোভচানস্ক এবং সীমান্ত এলাকা থেকে প্রায় ৮০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।