কমলাকে সমর্থন দিলেন রিপাবলিকান শোয়ার্জনেগার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। এমন সময় এসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাবেক রিপাবলিকান গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস ও তার রানিং মেট গভর্নর টিম ওয়ালজকে সমর্থন দিয়েছেন।
বুধবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) তিনি এ ঘোষণা দেন।
এই হলিউড অভিনেতা লিখেছেন, তিনি সারা বিশ্বের মানুষের সঙ্গে কথা বলেন। এরপরও যুক্তরাষ্ট্রই তার কাছে ন্যায্যতা ও শ্রেষ্ঠত্বের দিক থেকে সেরা দেশ। এমন একটি দেশকে ‘আবর্জনার পাত্র’ বলা তার কাছে দেশপ্রেমহীন আচরণের সমান। এ ধরনের কথা তাকে ক্ষুব্ধ করে।
তিনি বলেন, আমি নিজেকে একজন রিপাবলিকান বলার আগে সব সময় একজন আমেরিকান বলব। আমি এবার কমলা হ্যারিস ও টিম ওয়ালজকে ভোট দেব।
আমি একটি দেশ হিসেবে এগিয়ে যেতে চাই।
ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে আর্নল্ড শোয়ার্জনেগার বলেন, সাবেক এই প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে মানুষ আরও ক্ষুব্ধ হবেন, আরও বিভক্ত হবেন এবং আরও হিংসাত্মক হয়ে উঠবেন।
ডোনাল্ড ট্রাম্পের ২০২০ সালের নির্বাচনের ফলাফল গ্রহণ করতে অস্বীকার করার সমালোচনা করেন। তিনি এই ধরনের আচরণকে আমেরিকান নয় বলে মন্তব্য করেন।
গত সপ্তাহে ট্রাম্প অ্যারিজোনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে অবৈধ অভিবাসন নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের কাছে একটি আবর্জনার পাত্রের মতো। তার এ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন আর্নল্ড শোয়ার্জনেগার। জনপ্রিয় এই হলিউড অভিনেতা বলেন, আমি একজন রিপাবলিকান হওয়ার আগে সর্বদা আমি একজন আমেরিকান।
যুক্তরাষ্ট্রের ঐক্যবদ্ধ ও প্রগতিশীল ভবিষ্যতের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করে শোয়ার্জনেগার বলেন, আমি একটি দেশ হিসেবে এগিয়ে যেতে চাই।