যত দ্রুত সম্ভব শান্তি ফেরানোর প্রতিশ্রুতি মাখোঁর

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-05-23 16:37:28

ফ্রান্সের দাঙ্গা আক্রান্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউ ক্যালেডোনিয়ায় পা রেখেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

বৃহস্পতিবার (২৩ মে) সেখানে পৌঁছেই তিনি যত দ্রুত সম্ভব শান্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, আদিবাসী দাঙ্গায় দাঙ্গায় রাজ্যটিতে ছয়জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, অব্যাহত লুটপাট, অগ্নিসংযোগ এবং মারাত্মক সংঘর্ষের অবসান ঘটাতে রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে দেখা করতে রাজ্যটির রাজধানী নুমিয়ায় পৌঁছেছেন মাখোঁ।

টোনটাউটা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে বের হওয়ার পরে ফরাসি নেতা বলেন, তার লক্ষ্য যত দ্রুত সম্ভব শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে আনা। এটিই একমাত্র অগ্রাধিকার।

এদিকে, দাঙ্গা নিয়ন্ত্রণে নিউ ক্যালেডোনিয়ায় প্রায় ৩ হাজার সেনা, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী প্রেরণ করেছে ফরাসি কর্তৃপক্ষ।

রাজ্যটির পুলিশ কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, গত ১৩ মে দাঙ্গা শুরু হওয়ার পর থেকে তারা ২৬৯ জনকে আটক করেছে।

নুমিয়ায় পৌঁছে মাখোঁ নিহত ছয়জনের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেন। নিহত ছয়জনের মধ্যে দুজন পুলিশও রয়েছে বলে জানা গেছে।

মাখোঁ প্রতিশ্রুতি দিয়েছেন যে, যতদিন প্রয়োজন নিরাপত্তা বাহিনী ততদির সেখানে থাকবে।

ফ্রান্সের প্রতিনিধিত্বকারী হাইকমিশনার লুই লে ফ্রাঙ্ক এএফপিকে বলেছেন, ‘বুধবারের রাত শান্ত ছিল। কোন বড় রকমের ক্ষয়ক্ষতি হয়নি।’

প্রসঙ্গত, স্বাধীনতার দাবিতে সোচ্চার আদিবাসী কানাকদের সঙ্গে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে প্যারিস সরকারের। সেই টানাপোড়েনই শেষ পর্যন্ত দাঙ্গায় রূপ নিয়েছে। এই আদিবাসী কানাকরা ফ্রান্সের মোচ জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর