ইউক্রেনের পাঁচটি অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামোগুলোকে লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার ওই হামলায় বিদ্যুৎকেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ইউক্রেনারগো শনিবার (১ জুন) জানিয়েছে, পূর্ব ডোনেটস্ক, দক্ষিণ-পূর্ব জাপোরিজিয়া এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের পাশাপাশি দেশের কেন্দ্র ও পশ্চিমের কিরোভোহরাদ এবং ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে।
ইউক্রেনারগো আরও জানিয়েছে, শনিবার সকালে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আরেক দফা হামলা চালিয়েছে রাশিয়া।
উল্লেখ্য, গত মার্চ থেকেই কিয়েভের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা বাড়িয়েছে মস্কো।
ইউক্রেনের বিমান বাহিনীর এক কমান্ডার দাবি করেছেন যে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ৫৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩৫টি এবং ৪৭টি ড্রোনের মধ্যে ৪৬টি গুলি করে ভূপাতিত করেছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, সামরিক শিল্প কমপ্লেক্সের জন্য পরিচালিত ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে উচ্চ প্রযুক্তির নির্ভুল অস্ত্র দিয়ে প্রতিশোধমূলক হামলা শুরু করতে বাধ্য হয়েছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, ওই বিদ্যুৎকেন্দ্রগুলোকে পশ্চিমা দেশগুলো থেকে সরবরাহ করা অস্ত্রের ডিপো হিসাবে ব্যবহার করা হচ্ছে।