ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে সর্বশেষ বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এনডিএ জোট (ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স) ২৮৬টি আসনের মধ্যে বিজয়ী হয়েছে ১৩৯টি আসনে এবং এগিয়ে রয়েছে ১৪৭ আসনে।
অন্যদিকে, ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স) জোট ২০১টি আসনের মধ্যে ৯০টি আসনে বিজয়ী হয়েছে এবং এগিয়ে রয়েছে ১১১টি আসনে। এছাড়া অন্যান্য দল ৫৬টি আসনের মধ্যে ২৬টি আসনে বিজয়ী এবং এগিয়ে রয়েছে ৩০টি আসনে।
এনডিএ (ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স) ভুক্ত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২৪০টি আসনের মধ্যে ১৪৩টিতে বিজয়ী হয়েছে এবং এগিয়ে রয়েছে ৯৭টি আসনে।
ঘোষিত ফলাফলে ইন্ডিয়া (ইন্ডিয়ান ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স) জোটের জাতীয় কংগ্রেস দল ৯৯টি আসনের ৫৬টি আসনে বিজয়ী হয়েছে। এগিয়ে রয়েছে ৪৪টি আসনে।
মঙ্গলবার (৪ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে ভারতের নির্বাচন কমিশনের বরাত দিয়ে দ্য হিন্দু এ খবর জানিয়েছে।