ভারতের ১৮তম লোকসভা নির্বাচন:
বিজেপি বিজয়ী ৬৯টি আসনে, কংগ্রেস ৩৫টিতে
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে একক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২শ ৪০টি আসনের মধ্যে ৬৯টি আসনে বিজয়ী হয়েছে এবং এগিয়ে রয়েছে ১শ ৭১টি আসনে।
মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঘোষিত এ ফলাফল প্রকাশ করেছে ভারতের দ্য হিন্দু পত্রিকা। পত্রিকাটি খবর অনুযায়ী ফলাফল-
এনডিএ জোট
জোট হিসেবে এনডিএ জোট (ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স) বিজয়ী হয়েছে ৭৪টি আসনে এবং এগিয়ে রয়েছে ২শ ১১টি আসনে।
জোটভুক্ত ডিপি দল ১৬টি আসনের মধ্যে একটি আসনে বিজয়ী হয়েছে। এগিয়ে রয়েছে ১৫টি আসনে। এছাড়া জেডি (ইউ) ১২টি আসনের মধ্যে একটিতে জয় পায়নি তবে ১২টি আসনেই এগিয়ে রয়েছে।
‘ইন্ডিয়া’ জোট
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ইন্ডিয়া (ইন্ডিয়ান ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স) জোট ৪৪টি আসনে বিজয়ী হয়েছে এবং এগিয়ে রয়েছে ১শ ৫৭টি আসনে।
এর মধ্যে জাতীয় কংগ্রসে দল ৯৯টি আসনের ৩৫টি আসনে বিজয়ী হয়েছে। এগিয়ে রয়েছে ৬৪টি আসনে।
এছাড়া সমাজবাদী পার্টি (এসপি) ৩৮টি আসনের মধ্যে ৩টি আসনে বিজয়ী হয়েছে। এগিয়ে রয়েছে ৩৫টিতে।
ডিএমকে ২২টি আসনের মধ্যে একটিতেও বিজয়ী না হলেও ২২টি আসনেই এগিয়ে রয়েছে।
- রাম মন্দির ইস্যু গ্রহণ করেননি উত্তর প্রদেশের ভোটাররা
- একক সংখ্যাগরিষ্ঠতায় পিছিয়ে বিজেপি, মোদির পদত্যাগ দাবি
- এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও দূর্গে ধস বিজেপির
- বিশ্ব রেকর্ডে ভারতের লোকসভা নির্বাচন
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা শুরু হয়েছে মঙ্গলবার (৪ জুন)। ১৯ এপ্রিল শুরু হয়ে সাত দফায় ১ এ নির্বাচন শেষ হয়।
মঙ্গলবার (৪ জুন) সকাল থেকে ভোট গণনা শুরু হয়।
এবারের ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল প্রায় ৯৭ কোটি। এর মধ্যে ৬৪.২ কোটি ভোটার ভোটে অংশ নিয়েছেন।