ইসরায়েলের হামলায় রাফাহতে ১১ ফিলিস্তিনি নিহত

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-06-29 17:33:05

ফিলিস্তিনের নিরাপত্তা ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গাজার দক্ষিণতম শহর পশ্চিম রাফাহতে বাস্তুচ্যুত ব্যক্তিদের তাঁবুতে ইসরায়েলের হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

বার্তা সংস্থা সিনহুয়া শুক্রবার (২৮ জুন) জানিয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী আল-মাওয়াসি এলাকার তাঁবুতে গোলা নিক্ষেপ করে এবং গুলি চালায়।

নিরাপত্তা সূত্রটি সিনহুয়াকে জানিয়েছে, ওই এলাকার কাছাকাছি ইসরায়েলি ট্যাঙ্ক থেকে বৃহস্পতিবার (২৭ জুন) রাতভর গোলাবর্ষণ করা হয়।

স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের মতে, ওই হামলার ফলে বাস্তুচ্যুত মানুষেরা আতঙ্ক ও ভয়ে তাদের তাঁবু ছেড়ে খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

হাসপাতাল সূত্র সিনহুয়াকে জানিয়েছে, হামলার ফলে ১১ ফিলিস্তিনি নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছে। সকলকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, আল-মাওয়াসি গাজা উপত্যকার কেন্দ্রে দেইর আল-বালাহ শহরের দক্ষিণ-পশ্চিম থেকে পশ্চিম খান ইউনিস হয়ে রাফাহ শহরের পশ্চিম পর্যন্ত বিস্তৃত।

এ সম্পর্কিত আরও খবর