তুরস্কে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-01 12:32:37

তুরস্কের দক্ষিনাঞ্চলীয় শহর ইজমিরের একটি রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৬৩ জন।

এবিসি নিউজ ও ডেইলি মেইল অনলাইনের পৃথক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের দৃশ্যে দেখা যায়, রোববার (৩০ জুন) রেস্তোরাঁটিতে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারগুলো হঠাৎ বিস্ফোরিত হয়।এতে ঘটনাস্থলেই প্রাণ যায় ৫ জনের। বহুদূর পর্যন্ত বিকট আওয়াজ শোনা যাওয়ায় বেশ আতঙ্কও ছড়ায় ঘটনাটি।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বেশ কিছু ভবন ও রাস্তা। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, খবর শোনা মাত্রই অভিযানে নেমেছে জরুরি বিভাগের সদস্যরা।

ইজমিরের গভর্নর সুলেমান এলবান হাসপাতালে আহতদের দেখতে যান এবং ঘোষণা করেন, তাদের মধ্যে ৪০ জনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় কর্তৃপক্ষ দায়ী হতে পারে এমন একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। জানা যায়, রেস্টুরেন্টটিতে নতুন সিলিন্ডার স্থাপন করেছিলেন ওই ব্যক্তি। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর