নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-02 15:28:30

উত্তর কোরিয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি বড় ধরনের ওয়্যারহেড বহন করতে সক্ষম।

মঙ্গলবার (২ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন'র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, পিয়ংইয়ং হোয়াসং-১১দ- ৪ দশমিক ৫ মাত্রার ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে। ক্ষেপণাস্ত্রটি ৪ দশমিক ৫ টন ওজনের সুপার-লার্জ ওয়্যারহেড বহন করতে সক্ষম।

কেসিএনএ’ জানায়, ‘ক্ষেপণাস্ত্রটির স্থিতিশীলতার যাচাইয়ের পাশাপাশি সর্বোচ্চ ৫শ’ কিলোমিটার এবং সর্বনিম্ন ৯০ কিলোমিটার দূরত্বে আঘাত হানার নির্ভুলতা যাচাই করতে ৪.৫ টন ওজনের ওয়্যারহেডের সমপরিমাণ জিনিসের লোড দিয়ে এটির পরীক্ষা চালানো হয়।

এর আগে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার সোমবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে দু’টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে বর্ণনা করে। এই দুটি ক্ষেপণাস্ত্রের একটির উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে বলেও সিউল জানিয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর