ইসরায়েলের শপিং মলে ছুরি হামলায় দুজন আহত

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-07-03 17:50:07

উত্তর ইসরায়েলের একটি শপিং সেন্টারে বুধবার (৩ জুলাই) ছুরিকাঘাতে অন্তত দুইজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

রয়টার্স জানিয়েছে, আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কারমিয়েলের হুটজট কারমিয়েল মলের দ্বিতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে, চিকিৎসকরা আহত ২০ বছর বয়সি দুজনের চিকিৎসা করছেন। চিকিৎসকরা বলেছেন, একজনের অবস্থা খুবই গুরুতর এবং অন্যজন আশঙ্কামুক্ত।

এদিকে, সন্দেহভাজনের নাম প্রকাশ না করে পুলিশ বলেছে, ‘তাকে আটক করা হয়েছে এবং তারা ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসাবে তদন্ত করছেন।

ইসরায়েলের রেডিওর খবরে বলা হয়, ওই এলাকায় ব্যাপক তল্লাশি ও চিরুনি অভিযান চালানোর কারণে পুলিশ মলের প্রবেশ পথগুলো বন্ধ করে দিয়েছে।

ইসরায়েলের পুলিশ হামলা চালানোর জন্য একজন ফিলিস্তিনি ইসরায়েলিকে সন্দেহ করছে।

উল্লেখ্য, গাজা যুদ্ধের সময় অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনী এই অঞ্চলে প্রায় প্রতিদিনই অভিযান চালিয়েছে। এই অভিযানে ৫ শতাধিক ফিলিস্তিনি নিহত এবং ৫,৩০০ আহত হয়েছে।

অধিকৃত পশ্চিম তীরে রামাল্লা থেকে আল জাজিরার নুর ওদেহ বলেছেন, ‘পশ্চিম তীরে দখলদারিত্বের গতিশীলতা, গাজার যুদ্ধকে এই ছুরিকাঘাতের ঘটনা থেকে আলাদা করা অসম্ভব।’

এ সম্পর্কিত আরও খবর