গাজার একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের একটি সূত্র জানিয়েছে।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় কর্মকর্তা বিবিসিকে বলেন, গত তিন মাস আগে গাজা সিটি এবং উত্তর গাজায় কার্যক্রম পরিচালনা করার জন্য হামাস সরকার তাকে নিয়োগ দেয়।
ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, ওই স্কুলটিতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং হামাসের অনেক সদস্য সেখানে আশ্রয় নিয়েছিল। এজন্য বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া বেসামরিক লোকদের কিছু ঝুঁকি কমানোর জন্য এ পদক্ষেপ নেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পশ্চিম গাজা শহরে অবস্থিত হলি ফ্যামিলি গির্জার পাশেই হলি ফ্যামিলি স্কুলে হামলা চালানো হয়। এই ভবনটিতে অনেক মানুষ আশ্রয় নিয়েছিল।
তারা আরও জানায়, স্কুলটির দুটি শ্রেণিকক্ষ এবং এর নিচ তলাকে কেন্দ্র করে ওই হামলা চালানো হয়।
ইহাব আল গুসেইন এর আগে হামাস প্রশাসনের উপশ্রম মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিযুক্ত হন। তার দুরদর্শী কাজের ফলে তাকে হামাসের প্রশাসনিক পদে নিযুক্ত করা হয়েছিল। গত নয় মাসে গাজায় ইসরায়েলি হামলায় হামাস প্রশাসনের বহু কর্মকর্তা নিহত হয়েছে।