ভেনেজুয়েলার তেল কোম্পানির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 21:41:38

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘পিডিভিএসএ’র উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে, ভেনেজুয়েলায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

স্থানীয় সময় সোমবার (২৮ জানুয়ারি) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সংবাদ সম্মেলনে বলেন, ‘আশা করা হচ্ছে- এই নিষেধাজ্ঞার মাধ্যমে কোম্পানিটির সাত বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ ও ১১ বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ আমদানি লভ্যাংশ অর্থ ক্ষতি হবে।’

ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে মার্কিন ক্রেতা হারাবে ‘পিডিভিএসএ’। 

ইতোমধ্যে জুয়ান গুইদোসহ ভেনেজুয়েলার অন্য সব বিরোধী দলীয় নেতারা অভিযোগ তুলেছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশ ও বিদেশে থাকা দেশীয় অর্থ লুটপাট করেছেন।

এ অভিযোগ প্রসঙ্গে বোল্টন বলেন, মাদুরো ও তার মিত্রদের আর বেশিদিন জনগণের সম্পদ লুট করতে দেওয়া হবে না।’

এদিকে, গত কয়েকদিন ধরেই মাদুরোর উপর চাপ বাড়িয়েছেন বিরোধীরা। খুব শীঘ্রই ‘জাগ্রত জনতা’র বিশাল মিছিল ও সমাবেশের হুঁশিয়ারি দিয়েছেন নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দাবি করা গুইদো।

এ সম্পর্কিত আরও খবর