এশিয়ার দেশ ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
শনিবার (৩ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
এনডিটিভি জানায়, শনিবার ভোরে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দ্বীপটির পূর্বে বার্কেলোনা গ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ১৭ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
স্থানীয় সিসমোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়নি, তবে আরও কম্পনের আশঙ্কা করা হয়েছে।
প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা (রিং অব ফায়ার) টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে ফিলিপাইনে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। গত ডিসেম্বরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল দেশটিতে। এতে প্রাণ হারিয়েছিলেন ৩ জন।