ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হেজবুল্লাহ

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-04 14:08:00

লেবাননভিত্তিক সংগঠন হেজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।

রোববার (৪ আগস্ট) হেজবুল্লাহর বরাত দিয়ে আওসাত এ খবর জানায়।

খবরে বলা হয়, রোববার ভোরের দিকে ইসরায়েলকে লক্ষ করে ‘কাতিউশা ক্ষেপণাস্ত্র ছুড়েছে হেজবুল্লাহ। লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে তারা এ ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

হেজবুল্লাহ জানায়, ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননের গ্রামে হতাহতের ঘটনা ঘটেছে। হেজবুল্লাহর ছোড়া কাতিউশা ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের বেইট হিল্লেল নামে গ্রামে আঘাত করেছে।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, হেজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্র আয়রন ডোম প্রতিহত করেছে। তবে একটি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের বেইট হিল্লাল শহরে পড়েছে। তবে এতে হতাহতের কোনো খবর জানা যায়নি।

এ সম্পর্কিত আরও খবর