বাংলাদেশি জনগণই সরকার গঠনের সিদ্ধান্ত নেবে: ম্যাথিউ মিলার

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-06 17:29:08

বাংলাদেশের জনগণের সিদ্ধান্তেই ভবিষ্যত সরকার গঠিত হবে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরমন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

সামরিক বাহিনীর পছন্দে পরবর্তী নেতৃত্ব গঠিত হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা চাই, সে দেশের জনগণই ভবিষ্যত সরকার গঠনের সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (৬ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম রস্টোরি এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, সোমবার গণঅভ্যুত্থানের পর অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করার পরিপ্রেক্ষিতে পশ্চিমা শক্তি বাংলাদেশের সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে অভিনন্দন জানায়। সেইসঙ্গে সহিংসতা পরিহার করে সব পক্ষকে শান্ত থাকারও আহ্বান জানাচ্ছে।

ম্যাথিউ মিলার বলেন, গত কয়েক সপ্তাহ ধরে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। আগামী দিনগুলিতে সহিংসতা পরিহার করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই আমরা।

এসময় তিনি বলেন, এটা যদি সত্যি হয় যে, আইন মেনে শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের ওপর সেনাবাহিনী হামলার করতে রাজি হয়নি, তাহলে একে আমরা স্বাগত জানাই। আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরেরও আহ্বান জানাচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর