ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৬২

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-10 08:18:03

ব্রাজিলের সাও পাওলো রাজ্যে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটিতে থাকা ৫৭ যাত্রী ও চারজন ক্রুসহ ৬২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৯ আগস্ট) সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কেউ বেঁচে নেই। এতে চারজন ক্রু ও ৫৭ জন যাত্রী ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, বিমানটি ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যের ক্যাসকাভেল থেকে সাও পাওলো শহরের দিকে যাওয়ার পথে ভিনহেদো শহরে এসে বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়া ফুটেজে দেখা যাচ্ছে, হঠাৎ করে একটি বিমান উলম্বভাবে অবতরণ করছে। পরে এটিতে আগুনের কুন্ডলী দেখা যায়।

কর্তৃপক্ষ বলছে, বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছিল। এ ঘটনায় ওই এলাকার কেউ হতাহত হয়নি। তবে তারা এখনো দুর্ঘটনার কারণ সম্পর্কে জানাতে পারেনি।

সাও পাওলো রাজ্যের দমকল বাহিনী ঘটনাস্থলে সাতটি উদ্ধারকারী দল পাঠিয়েছে।

বিমান দুর্ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা গভীর শোক প্রকাশ করেছেন। 

এ সম্পর্কিত আরও খবর