ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকাডুবি: নিহত ১২

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-04 14:28:53

ফ্রান্সের উপকূলে ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬ জন শিশু এবং একজন গর্ভবতী নারী রয়েছেন।
স্থানীয় সরকারি আইনজীবী বলেছেন, সমুদ্রে ডুবে মারা যাওয়া ১২ জনের মধ্যে ১০ জন নারী এবং দুইজন পুরুষ।

বুধবার (৪ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এবং যুক্তরাষ্ট্রের সিএনএন (ক্যাবল নিউজ নেটওয়ার্ক) এ খবর জানায়।

খবরে বলা হয়, মঙ্গলবার ফ্রান্সের উপকূলে ইংলিশ চ্যানেলে ডুবে যাওয়ার সময় নৌকায় তখন কতজন অভিবাসী ছিলেন, তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি।

উদ্ধারকর্মীরা ৫৩ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। উদ্ধার কাজে ৩টি হেলিকপ্টার এবং দুটি মাছ ধরার জাহাজ এবং দুটি বোট নিয়োজিত করা হয়।

জানা যায়, অভিবাসীদের নিয়ে নৌকাটি দক্ষিণপূর্ব ইংল্যান্ডের ডোভারে যাচ্ছিল।

সিএনএন জানায়, একজন সিরিয়ান পাচারকারী এই অভিবাসীদের পাচার কাজের জন্য দায়ী।

স্থানীয় সরকারি আইনজীবী গুরিক লে ব্রাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অভিবাসী ইরিত্রিয়ার বংশোদ্ভূত। তবে এখনই নির্দিষ্ট করে তাদের জাতীয়তা সম্পর্কে বলা যাচ্ছে না।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) জানায়, এর আগে চলতি বছরে ইংলিশ চ্যানেল পার হতে গিয়ে ৩০ জন ডুবে মারা যান। তার আগে ২০২১ সালে ডুবে মারা যান ৪৫ জন।

এ সম্পর্কিত আরও খবর