পদত্যাগপত্র জমা দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীও

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-04 17:59:05

ইউক্রেনের মন্ত্রিসহ মোট ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রীও তার পদত্যাপত্র জমা দিয়েছেন।

স্পিকার তার পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন বলে জানা গেছে। সংসদের পরবর্তী অধিবেশনে পদত্যাগের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৪ সেপ্টেম্বর) ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ পোস্ট এ খবর জানায়।

খবরে বলা হয়, মন্ত্রিসভাসহ ক্ষমতাসীন সরকারের ভেতরে বড় ধরনের পরিবর্তন ঘটানো হবে। তারই সূত্র ধরে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কেবিনেট সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা পদত্যাগ করেছেন।

এরপর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডিমিট্রো কুবেলা বুধবার পদত্যাগপত্র জমা দেন।

এর আগে মঙ্গলবার যেসব মন্ত্রণালয়ের মন্ত্রী পদত্যাগ করেন, তারা হলেন, মিনিস্টার অব স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রিজ, মিনিস্টার অব জাস্টিস, মিনিস্টার অব এনভায়রনমেন্টাল প্রটেকশন।

এ ছাড়াও ডেপুটি মিনিস্টার ইরিনা ভেরেসচুক, ওলগা স্ট্যেফানিশিনা এবং হেড অব ইউক্রেন’স স্টেট প্রোপার্টি ফান্ড পদত্যাগ করেন।

প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কির ঊর্ধ্বতন এক প্রতিনিধি রোস্টিজস্লাভকেও প্রেসিডেন্টের ডিক্রি বলে বরখাস্ত করা হয়।

ক্ষমতাসীন দল পিপল পার্টির সংসদীয় দলের প্রধান ডেভিভ আরাখামিয়া বলেন, সরকারে বড় ধরনের পরিবর্তন আসছে। এছাড়া মন্ত্রিসভার অর্ধেক সদস্যের পরিবর্তন হতে পারে। একদিন পর নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।

এ সম্পর্কিত আরও খবর