মিয়ানমার ও লাওস সীমান্তের গোল্ডেন ট্রায়াঙ্গেল ইকোনমিক জোনের কাছে একটি নৌকা ডুবিতে ২০ জন নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা আর কেউ বেঁচে নেই।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ফ্রান্সের বার্তাসংস্থা এএফপি’র বরাত দিয়ে মিয়ানমার নাউ এ খবর জানায়।
এই এলাকাটি সাইবার স্ক্যাম সেন্টার, মাদক পাচার এবং অন্যান্য অপরাধমূলক কাজের জন্য পরিচিত।
খবরে বলা হয়, বুধবার গোল্ডেন ট্রায়াঙ্গেলের কাছে মেকং নদীতে মিয়ানমার, লাওস এবং থাইল্যান্ড সীমান্ত এলাকায় নৌকাটি ডুবে যায়।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই প্রদেশের পুলিশ প্রধান ম্যানপ সেনাকুল জানিয়েছেন, নদীতে প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়।
তিনি জানান, এ ঘটনায় ২০ জন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা আর কেউ বেঁচে নেই। তবে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ১৬ জন মিয়ানমারের নাগরিক।
মিয়ানমারের সংবাদমাধ্যম জানায়, নৌকাটি মিয়ানমার থেকে লাওস যাচ্ছিল। পথিমধ্যে এর ইঞ্জিন নষ্ট হয়ে গেলে প্রবল স্রোতের তোড়ে এটি ডুবে যায়।