ভারতের এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট রাশিয়ার রাজধানী মস্কোয় জরুরি অবতরণ করেছে। জানা যায়, ফ্লাইটটি ভারতের রাজধানী দিল্লি থেকে বার্মিংহামে যাচ্ছিল।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানায়।
খবরে বলা হয়, এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট (বোয়িং ৭৮৭-৮০০) বুধবার ভারতের রাজধানী দিল্লি থেকে বার্মিংহামে যাচ্ছিল। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এটি জরুরিভিত্তিতে রাশিয়ার রাজধানী মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
এ সময় ফ্লাইটটিতে ২শ ৫৮ জন যাত্রী এবং ১৭ জন ক্রু ছিলেন। তবে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ত্রুটি মেরামতের পর বৃহস্পতিবার ফ্লাইটটি বার্মিংহামের উদ্দেশে রওয়ানা হয়ে সেখানে নিরাপদে অবতরণ করেছে।