গাজার পরিবেশ চরমভাবে বিষাক্ত: জাতিসংঘ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-07 12:51:58

গাজা উপত্যকতায় ৪ দিনে ইসরায়েলি হামলায় অন্তত ১শ ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২শ ৩০ জন।

এদিকে, ক্রমাগত বোমা হামলার কারণে গাজার পরিবেশ চরমভাবে বিষাক্ত হয়ে হয়ে উঠেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

শনিবার (৭ সেপ্টেম্বর) জাতিসংঘের বরাত দিয়ে কাতারভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ খবর জানায়।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার থেকে বৃহস্পতিবার (২-৫ সেপ্টেম্বর) মোট ৪ দিন গাজায় ইসরায়েলি হামলায় মোট ১শ ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২শ ৩০ জন।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মধ্য গাজায় ইসরায়েল আবাসিক ভবনে হামলা করেছে। এ হামলায় ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৫ জন শিশু এবং একজন নারী। এছাড়া একই দিনে উত্তর গাজার জাবিলায় ইসরায়েলের হামলায় ৭ জন নিহত হয়েছেন।

গাজায় কর্মরত স্বেচ্ছাসেবীরা অভিযোগ করেছেন, গাজায় অনবরত যুদ্ধের ফলে যে বিস্ফোরণ ঘটেছে, তাতে করে এলাকার পরিবেশ নতুন করে আরও বিষাক্ত হয়ে পড়েছে। এর মাত্রা এখন বিপজ্জনক পর্যায়ে।

ওসিএইচএ জানিয়েছে, গাজার দক্ষিণে খান ইউনুসে বিস্ফোরণে এক ফিলিস্তিনি মেয়ে গুরুতরভাবে আহত হয়েছে।

সংস্থাটি আরও জানায়, গাজায় ধ্বংসস্তূপের ভেতরে শিশুরা খেলাধুলা করার কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। কারণ হিসেবে বলা হয়, মিসাইল আর বোমার বিস্ফোরণের কারণে গাজা এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে আছে।

এ সম্পর্কিত আরও খবর