সোমালিয়ায় পৃথক সন্ত্রাসী হামলায় ১২ জন নিহত

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 05:02:17

সোমালিয়ায় পৃথক দুটি সন্ত্রাসী হামলায় বন্দরের অপারেশন প্রধানসহ ১২ জন নিহত হয়েছেন। ইসলামপন্থী আল সাবাব নামে একটি জঙ্গি সংগঠন এ দুটি আক্রমণের দায় স্বীকার করেছে।

স্থানীয় সময় সোমবার (ফেব্রুয়ারি) সকালে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দেশটির অর্ধ স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড এলাকার বসাসো বন্দরের অপারেশন প্রধান পল এন্থনি ফরমোসা নিহত হন। বন্দরটি মালিকানা দুবাইয়ের।    

পুন্টল্যান্ডের বারী অঞ্চলের গভর্নর ইউসুফ মোহাম্মদ বলেন, ‘ফরমোসাকে মৎস্যজীবীদের ছদ্মবেশে দুজন পুরুষ গুলি করে হত্যা করে। হামলাকারীরা তার মাথায় বেশ কয়েকটি গুলি করে।’

অপরদিকে সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি শপিং মলে গাড়ি বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির একাধিক সরকারি অফিস সংলগ্ন মলটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।



আহমেদ মোয়ালিন আলি নামের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, নিহতদের কয়েকজন হামারওয়েনে বাজারের মোগাদিসু শপিং মলে বিস্ফোরণে বিধ্বস্ত ভবনটিতে মারা যান।

জানা গেছে, সোমালিয়ার পশ্চিমা-সমর্থিত কেন্দ্রীয় সরকারকে সরিয়ে দেশটিতে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করাই লক্ষ্য আল-শাবাবের। সশস্ত্র গোষ্ঠীটি এর আগে নিয়মিতভাবে এই ধরনের অনেক হামলার দায় স্বীকার করেছে।

এ সম্পর্কিত আরও খবর