তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের সেনাবাহিনী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর ১৩ সদস্যকে হত্যা করেছে। ইরাক ও সিরিয়ায় হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।
বুধবার (১১ সেপ্টেম্বর) তুরস্কের বার্তাসংস্থা আনাদুলু এজেন্সির বরাত দিয়ে শফিক নিউজ এ খবর জানায়।
খবরে বলা হয়, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, মঙ্গলবার ইরাক ও সিরিয়ায় পিকেকে-এর ১৩ সদস্যকে হত্যা করেছে। উত্তর সিরিয়ার ইউফ্রেটিস শিল্ড এবং অলিভ শাখা ১১ জন পিকেকে সদস্যকে হত্যা করেছে। এছাড়া উত্তর ইরাকের গারা অঞ্চলে আরো ২ জন পিকেকে সদস্যকেও হত্যা করা হয়েছে।
প্রসঙ্গত, তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার ন্যাশলাল আর্মির সঙ্গে ২০১৬ সাল থেকে যৌথভাবে ‘ইউফ্রেটিস শিল্ড’, ২০১৮ সাল থেকে ‘অপারেশন অলিভ শাখা, এবং ২০১৯ সাল থেকে ‘অপারেশন পিস স্প্রিং’ শিরোনামে পিকেকে এবং আইএসের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। পিকেকে ১৯৮০-এর দশক থেকে তুরস্কের ভেতরে স্বাধীন কুর্দিস্তানের দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে।