ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি ব্যক্তি মালিকানাধীন মেয়েদের হোস্টলে ফ্রিজের কম্প্রেসরে বিস্ফোরণে ২ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। এ সময় ২৪ জনকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় হোস্টেলের মালিককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি এ খবর জানায়।
খবরে বলা হয়, বৃহস্পতিবার খুব ভোরে ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাইয়ে মেয়েদের একটি হোস্টেলের রুমে রাখা ফ্রিজের কম্প্রেসরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে রুমের কাঠের বেড়ায় আগুন ধরে যায়। এ আগুন অন্য রুমেও ছড়িয়ে পড়ে ধোঁয়ায় আছন্ন হয়ে যায়।
এসময় দম বন্ধ হয়ে দুই নারী মারা যান ও তিনজন সামান্য আহত হন। স্থানীয়রা ছুটে এসে আটকেপড়া অন্য ২৪ জনকে উদ্ধার করেন।
এ বিষয়ে মাদুরাইয়ের পুলিশ কমিশনার জে লোগাননাথন জানিয়ছেন, এ ঘটনায় হোস্টেল মালিককে আটক করা হয়েছে। তিনি তার ব্যবসার লাইসেন্সও রিনিউ করেননি।