ক্ষুধার্ত মানুষদের খাওয়াতে ২০০ হাতি মারবে জিম্বাবুয়ে

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-09-18 20:17:16

চার দশকের মধ্যে সবচেয়ে তীব্র খরার পর ক্ষুধার্ত মানুষদের খাওয়ানোর জন্য ২০০টি হাতি মারার পরিকল্পনা করেছে জিম্বাবুয়ে সরকার। দেশটির বন্যপ্রাণী কর্তৃপক্ষের বরাতে বুধবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এল নিনোর প্রভাবে আফ্রিকা মহাদেশে ব্যাপক খরা দেখা দিয়েছে। এতে ফসলের ক্ষতিতে এ অঞ্চলে ৬ কোটি ৮০ লাখ মানুষ খাদ্য সংকটে পড়েছে।

জিম্বাবুয়ে পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ অথরিটির (জিমপার্কস) মুখপাত্র তিনশে ফারাও রয়টার্সকে বলেছেন, আমরা সারা দেশে প্রায় ২০০টি হাতি মারার পরিকল্পনা করছি। আমরা কীভাবে এটি করতে যাচ্ছি তার পদ্ধতি নিয়ে কাজ করছি।

দেশটিতে মোট হাতির সংখ্যা ৮৪ হাজার। কিন্তু হাতি ধারণক্ষমতা ৪৫ হাজার। বিশ্বে হাতির সর্বোচ্চ সংখ্যার দিক দিয়ে জিম্বাবুয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হাতিগুলোকে মারার মাধ্যমে দেশটির বনগুলোতে হাতির সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে।

খরার কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে জিম্বাবুয়ে সরকার। দক্ষিণপূর্ব আফ্রিকার দেশটিতে মানুষের দুর্ভোগের শেষ নেই। কোনো ফসল উৎপাদন করতে পারছেন না কৃষকরা। যার কারণে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। জাতিসংঘের হিসাব মতে, জিম্বাবুয়ের প্রায় ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে।

এ সম্পর্কিত আরও খবর