লেবাননের হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ আগামীকাল নিজ যোদ্ধাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ প্রধান হাসান সানরুল্লাহ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ভাষণ দেবেন।
লেবানন জুড়ে পেজার বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে এই ভাষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বলেও জানায় গণমাধ্যমটি।
এই ভাষণ থেকে হিজবুল্লাহ সদস্যদের জন্য নতুন কোনো দিকনির্দেশনা আসার সম্ভাবনা আছে বলে গণমাধ্যমকে বলেছেন দলটির নির্বাহী কাউন্সিলের প্রধান হাসিম সাফিদ্দিন।
উল্লেখ্য, লেবাননে পেজার হামলায় ৯ জন মারা গেছেন। এছাড়া আরও ৩০০০ এর বেশি মানুষ আহত হয়েছেন।