জ্বালানি অবকাঠামোতে হামলার আগে রাশিয়ার ৫১টি যুদ্ধ ড্রোনের মধ্যে ৩৪টি ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চীনের সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউক্রেনের বিমান বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের দক্ষিণ, মধ্য, পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। এ সময় ১২টি ড্রোন রাডার থেকে উধাও হয়ে গেছে এবং বাকি দুটি রাশিয়ায় ফিরে গেছে।
সুমি আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, এই হামলার ফলে উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে ব্ল্যাকআউট শুরু হয়, যেখানে ১৬টি শাহেদ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়।
তবে হামলার পর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।