ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় একদিনে আরও ২৮ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল গাজা জুড়ে অব্যাহত ইসরায়েলি বাহিনীর বোমা হামলার ফলে গত ২৪ ঘণ্টায় শিশুসহ কমপক্ষে আরও ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রদিবেদনে আরও বরা হয়েছে, সোমবার লেবাননের রাজধানীতে বৈরুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় বৈরুতের কোলা এলাকায় পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন গ্রুপের তিন সদস্যসহ ১০৫ জন নিহত হয়েছে।
এদিকে ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহ এবং রাস ইসাতে একটি বিদ্যুৎ কেন্দ্র এবং সমুদ্রবন্দরকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ফলে সর্বোচ্চ মূল্য দিতে হচ্ছে শিশুদের। চরম অবস্থা পার করছে তারা। একদিকে খাদ্য, পানি ও বিদ্যুৎ সংকট, অন্যদিকে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ফলে অপুষ্টিতে ভুগছে হাজার হাজার শিশু।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বাধীন হামলার পর থেকে এ পর্যন্ত ৪১ হাজার ৬১৫ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৬ হাজার ৩৫৯ জন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।
অন্যদিকে হামাসের হামলায় এ পর্যন্ত ইসরায়েলের এক হাজার ১৩৯ জন নাগরিক নিহত হয়েছে। এছাড়াও ২০০ জনের বেশি মানুষ বন্দি রয়েছে।