হিজবুল্লাহ ও ইসরায়েলের উত্তেজনা আরও দীর্ঘস্থায়ী হতে পারে এবং এটি যুদ্ধে রূপ নিতে পারে বলে জানিয়েছেন হিজবুল্লাহর উপপ্রধান নাঈম কাসেম। তবে এর মোকাবিলা করতে হিজবুল্লাহও প্রস্তুত বলেও জানান তিনি।
হাসান নসরল্লাহকে হত্যার পর সোমবার (৩০ সেপ্টেম্বর) হিজবুল্লাহর আল-মানার টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভাষণে তিনি এ হুশিয়ারি দেন। খবর দ্য হিন্দু।
নাঈম কাসেমের বরাত দিয়ে দ্য হিন্দু জানায়, ‘আমরা জানি যুদ্ধ দীর্ঘ হতে পারে। ইসরায়েল স্থল হামলা চালাতে পারে এবং এর জন্য প্রস্তুত রয়েছে হিজবুল্লাহ।’
হিজবুল্লাহ নেতা আরও বলেন, দলের নির্বাচন ব্যবস্থা অনুযায়ী আমরা যত তাড়াতাড়ি সম্ভব দলের জন্য নতুন মহাসচিব নির্বাচন করব।
কাসেম বলেন, গাজা ও ফিলিস্তিনের সমর্থনে লেবানন ও এর জনগণের প্রতিরক্ষা এবং বেসামরিক নাগরিক হত্যা ও গুপ্তহত্যার জবাবে হিজবুল্লাহ ইসরাইলি শত্রু মোকাবেলা অব্যাহত রাখবে।
তিনি বলেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। ইসরাইল স্থলপথে হানা দেয়ার চেষ্টা করলে প্রতিরোধ বাহিনী স্থল যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।