ট্রাম্প জিতলে হামলার হুমকি, যুবক গ্রেফতার
হাতি-গাধার লড়াই ২০২৪যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নির্বাচনে জিতলে সহিংস হামলার হুমকি দিয়েছেন এক যুবক।
সিএনএন এক প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে মিশিগান থেকে হুমকি দেওয়া ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আইজ্যাক সিসেল নামের ওই যুবক পশ্চিম ভার্জিনিয়ায় এফবিআই’র ন্যাশনাল থ্রেট অপারেশন সেন্টারে হুমকি দিয়ে বার্তা পাঠিয়েছিলেন।
এতে লেখা ছিল, ‘ট্রাম্প নির্বাচনে জয়ী হলে আমি রক্ষণশীল খ্রিস্টান নোংরামির বিরুদ্ধে আক্রমণ চালাব। আমার কাছে একটি চুরি করা এআর১৫ আছে এবং একজন টার্গেট আছে। আমি তার নাম বলতে চাই না, যাতে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি।’
‘হামলা না করা পর্যন্ত এফবিআই আমার কিছুই করতে পারবে না,’ হুমকি দিয়ে লেখেন সিসেল।
স্থানীয় সময় বিকেলে তাকে ফেডারেল আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে সিএনএন।