ইসরায়েলের আগ্রাসন থেকে বাঁচতে লেবানন থেকে সিরিয়ায় ১ লাখ নাগরিক পালিয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ফিলিপ্পো গ্র্যান্ডি এক্স-এ এক পোস্টে বলেন, ‘ইসরাইলের বিমান হামলার কারণে লেবানন থেকে পালিয়ে আসা সিরিয়ায় প্রবেশকারী মানুষের সংখ্যা ১ লাখ ছুঁয়েছে। লেবাননের সিরীয় ও লেবানিজদের এই সিরিয়ামুখী জন্স্রোত অব্যাহত আছে।’
জাতিসংঘের সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ এবং সিরিয়ান রেড ক্রিসেন্টের সাথে চারটি ক্রসিং পয়েন্টে কাজ করছে বলেও জানান গ্র্যান্ডি।