চীনের সুপার মার্কেটে ছুরিকাঘাতে নিহত ৩, আহত ১৫

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-01 11:55:29

চীনের সাংহাইয়ের ওয়ালমার্টের সুপার মার্কেটে এক ব্যক্তির ছুরিকাঘাতে ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। ঘটনার জন্য দায়ী ৩৭ বছরের ওই ঘাতককে আটক করেছে পুলিশ।

এ ঘটনা এমন সময়ে ঘটলো যখন সে দেশটির মানুষ ‘সোনালি সপ্তাহ’ উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ১ অক্টোবর দেশটির জাতীয় দিবস।

মঙ্গলবার (১ অক্টোবর) বিবিসি ও আলজাজিরা এ বিষয়ে খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, সোমবার রাতে চীনের সাংহাইয়ের সংজিয়াংয়ের ওয়ালমার্ট সুপার মার্কেটে কেনাকাটা করার সময় হঠাৎ করে এক ব্যক্তি ছুরিকাঘাত শুরু করেন। এতে ১৮ জন আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে ৩ জন মারা যান। বাকিদের জীবনাশঙ্কা নেই বলে জানা গেছে।

ঘটনার পর পরই ওই ঘাতক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি অর্থনৈতিক কারণে ব্যক্তিগত আক্রোশ থেকে এ ঘটনা ঘটিয়েছেন। তবে এ ঘটনার আরো তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, এরকম ঘটনা আমি কখনো দেখিনি। হঠাৎ করে দেখি, লোকজন ভয়ে ছোটাছুটি করে দিয়েছেন। আমি অল্প একটুর জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি।

উল্লেখ্য, চীন অস্ত্র বহন করা নিষিদ্ধ।

এ সম্পর্কিত আরও খবর