লোহিত সাগরের আফ্রিকার উপকূলে দুটি নৌকাডুবিতে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ইয়েমেন থেকে ৩শ ১০ জন অভিবাসী নিয়ে যাওয়ার সময় ডিজেবৌতি উপকূলে নৌকা দুটি ডুবে যায় বলে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা এ খবর জানায়।
বুধবার (২ অক্টোবর) দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএফ)-এর বরাত দিয়ে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ খবর জানায়।
খবরে বলা হয়, আইওএফ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, আফ্রিকার দেশ ডিজেবৌতির কোস্টগার্ড জানিয়েছে, সোমবার দেশটির উপকূলে ৩শ ১০ জন অভিবাসী নিয়ে দুটি নৌকা ডুবে যায়। নৌকা দুটি ইয়েমেন থেকে এসেছিল।
ডিজেবৌতির কোস্টগার্ড জানিয়েছে, ডুবে অভিবাসীদের মধ্যে ১শ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার তৎপরতা চলছে। তবে এই অভিবাসীদের গন্তব্যস্থল কোথায় ছিল সে বিষয়ে কিছু বলা হয়নি।
এর আগেও চলতি বছরের এপ্রিল মাসে এই উপকূলেই আরো একটি নৌকাডুবিতে ৩৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে শিশুরাও ছিল। এরপর জুন মাসেও ইথিওপিয়ান ও সোমালিয়ান অভিবাসী নৌকাডুবির ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়।