গাজার আল-আকসা মসজিদ ও ইবনে রুশদ স্কুলে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৯৩ জন।
রোববার (৬ অক্টোবর) গাজার সরকারী মিডিয়া অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
গাজার সরকারী মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, রোববার ভোরে গাজা উপত্যকার ইবনে রুশদ স্কুল এবং দেইর আল-বালাহর শুহাদা আল-আকসা মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২৪ জন নিহতের পাশাপাশি ৯৩ জন আহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার স্থানটি শত শত বাস্তুচ্যুত লোকের আবাসস্থল ছিল।
উল্লেখ্য, গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকায় ২৭টি বাড়ি ও বাস্তুচ্যুত কেন্দ্রে ইসরায়েলি হামলার পর বোমা হামলা চালানো হয়েছে।