ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ৪ জন নিহত এবং ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৬ অক্টোবর) ইউক্রেনের সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইনডিপেন্ডেন্ট দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানায়।
খবরে বলা হয়, শনিবার (৫ অক্টোবর) দিনগত রাতভর রাশিয়া ইউক্রেনের বিভিন্ন এলাকায় ড্রোন, জেট ফাইটার এবং মিসাইল ছুড়ে হামলা চালায়। এতে ৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আরো ৩০ জন আহত হয়েছেন।
এছাড়া রাশিয়ার একটি এয়ার ক্রাফট কোস্তিয়ানটিনিভকা শহরের একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া শনিবার রাতভর ৮৭টি শাহেদ-ধরনের ড্রোন, দুটি ইস্কান্দার-এম মিসাইল, একটি ইস্কান্দার-কে ক্রুজ মিসাইল এবং একটি কেএইচ-৬৯/৬৯ ক্রুজ মিসাইল ছুড়েছে।
এর মধ্যে সেনাবাহিনী ৫৬টি ড্রোন ধ্বংস করেছে। এছাড়া আরো ২৫টি ড্রোন ইউক্রেনের ভেতরে ভূপাতিত হয়েছে। এবাদেও রাশিয়ার দুটি মিসাইল ধ্বংস করা সম্ভবপর হয়েছে।