মেক্সিকোর সহিংসপীড়িত প্রদেশ গুয়েরিরোর এক শহরের মেয়র দায়িত্ব গ্রহণের কয়েকদিনের মধ্যেই আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।
রোববার চিলপানসিনগো শহরের মেয়র আলোজান্দ্রো অ্যাক্রস আততায়ীর গুলিতে নিহত হন। তাকে হত্যার মাত্র ৩ দিন আগে নবনির্বাচিত সিটি গর্ভনমেন্টের সচিব ফ্রান্সিসকো তাপিয়া একইভাবে গুলিতে নিহত হন।
২ জুন মেক্সিকোতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর মোট ৬ জন প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।
আলোজান্দ্রো অ্যাক্রস নিহত হওয়ার পর গুয়েরিরোর গর্ভনর ইভেলিন সালগাডো সামাজিক মাধ্যমে এক বিবৃতি প্রকাশ করে দুজনকে হত্যার নিন্দা জানিয়েছেন।
এদিকে, সিনেটর আলেজান্দ্রো মোরেনো সামাজিক সাইটে এক পোস্টে লেখেন, তারা দুজন ছিলেন তরুণ এবং সৎ কর্মকর্তা। তারা সমাজের অগ্রগতির জন্য ইতিবাচক ভূমিকা রেখেছেন।
আলোন্দ্রোজ অ্যাক্রস মাত্র ৬ দিন আগে মেয়রের দায়িত্ব গ্রহণ করেছিলেন। প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল বলেছেন, আলোজান্দ্রো অ্যাক্রোসের হত্যার তদন্ত কাজ শুরু হয়েছে।
চিলপানসিনগো শহরের লোকসংখ্যা ২ লাখ ৮০ হাজার। এটি মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহর।