গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়াল

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-09 15:43:59

ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৪৫ জন নিহত হয়েছে। এতে নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১৩০ জন।

বুধবার (৯ অক্টোবর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, গাজায় ইসরায়েলি হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছেন ১৩০ জন।

এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক হামলায় মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৪২ হাজার ১০ জনে। আহতের সংখ্যা ৯৭ হাজার ৭২০ জন। 

এ সম্পর্কিত আরও খবর