দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিন লেবানিজ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের সামরিক বাহিনী।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) লেবাননের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানায় আল জাজিরা।
লেবাননের সামরিক বাহিনী জানায়, দক্ষিণ লেবাননের ইয়াতের গ্রামের উপকণ্ঠ থেকে আহত বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় তিন লেবানিজ সেনা নিহত হয়েছে। নিহতদের মধ্যে লেবাননের এক সেনা কর্মকর্তাও রয়েছেন।
লেবাননের রাজধানী বৈরুতে ধারাবাহিক শক্তিশালী বিস্ফোরণের পর এই হত্যাকাণ্ড ঘটল।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সর্বশেষ হত্যাকাণ্ডসহ লেবাননে মৃতের সংখ্যা ২ হাজার ৫৭৪ জনে পৌঁছেছে।