ফের গাজায় আশ্রয়শিবিরে ইসরায়েলি হামলা, চার শিশুসহ নিহত ১৬
মধ্য গাজা উপত্যকায় বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে চার শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আল জাজিরা জানায়, মধ্য গাজা উপত্যকায় নুসেইরাত শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত পরিবারকে আশ্রয় দেওয়া শুহাদা (শহীদ) পাবলিক স্কুলকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে চার শিশুসহ ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক।
প্রতিবেদনে আরও জানানো হয়, ওই স্কুলটিতে শত শত বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল। এ ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতাল আল-আওদান এবং আল-আকসায় নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে গণমাধ্যমটি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩২ জন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত ৪২ হাজার ৮৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লক্ষাধিক। আর বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৮৫ শতাংশ মানুষ।