মৌসুমি ঘূর্ণিঝড় ‘ট্রামি’ ফিলিপাইনসে আছড়ে পড়ে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। ঘূর্ণিঝড়ের কারণে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ফিলিপাইনসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে এ নিহতের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফিলিপাইনসের কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।
খবরে বলা হয়, মৌসুমি ঝড় ‘ট্রামি’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বিকল অঞ্চল ও নাগা শহরে আছড়ে পড়ে শুধু বৃহস্পতিবারই অন্তত ১৪ জন মারা গেছেন। এছাড়া আরো কয়েকদিনে ১২ জনসহ মোট ২৬ জন নিহত হয়েছেন।
কর্তৃপক্ষ আরো জানায়, এই ঘূর্ণিঝড়ের ফলে ১ লাখ ৫০ হাজার লোক বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
ঘূর্ণিঝড় ‘ট্রামি’-কে স্থানীয় ভাষায় বলা হয়, ‘ক্রিস্টিন’। এর আঘাতে লুজো অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের ঘটনাও ঘটেছে।
ঘূর্ণিঝড়টি বর্তমানে ঘণ্টায় ৯৫ কিলোমিটার (৫৯ কিলোমিটার) গতিতে পাহাড়বেষ্টিত উত্তরাঞ্চল পার করে কোরডিলেরা দিয়ে অগ্রসর হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে ধেয়ে যাচ্ছে বলে দেশটির আবহাওয়া কেন্দ্র জানিয়েছে।