কানাডার অভিবাসনে ব্যাপক কাটছাঁটের ঘোষণা ট্রুডোর

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-24 21:15:46

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সরকার অভিবাসন লক্ষ্যমাত্রা কমিয়ে দিচ্ছে, কারণ তিনি স্বীকার করেছেন কোভিডের পরে সরকার এই ভারসাম্য রক্ষা করতে পারেনি।

সরকারের মতে, লক্ষ্যমাত্রা ২০২৫ সালে স্থায়ী বাসিন্দার সংখ্যা ৫ লক্ষ থেকে ৩৯৫,০০০ নেমে আসবে, তারপরে ২০২৬ সালে ৩৮০,০০০ এবং ২০২৭ সালে ৩৬৫,০০০ করা হবে৷

ফেডারেল সরকার ধারণা করছে, এর ফলে অস্থায়ী বাসিন্দাদের জনসংখ্যা ২০২৫ সালে ৪৪৫,৯০১, ২০২৬ সালে ৪৪৫,৬৬২ হ্রাস পাবে এবং ২০২৭ সালে ১২,৪৩৯ জন করে পরিমিতভাবে বৃদ্ধি পাবে।

কয়েক বছর ধরে কানাডায় নতুন স্থায়ী বাসিন্দার সংখ্যা দ্রুত বৃদ্ধি এবং অস্থায়ী ভিত্তিতে কানাডায় আসা লোক সংখ্যা বৃদ্ধির পর এই পদক্ষেপগুলি নেয়া হচ্ছে, লোক সংখ্যা বৃদ্ধির ফলে আবাসন এবং ক্রয়ক্ষমতার উপর চাপ সৃষ্টি করেছেন বলে স্বীকার করেছেন দেশটির মন্ত্রীরা।

এ সম্পর্কিত আরও খবর