মধ্য প্রদেশে ৭ হাতির মৃত্যু

, আন্তর্জাতিক

জীবন ও প্রকৃতি, বার্তা২৪.কম | 2024-10-30 13:32:15

ভারতের মধ্য প্রদেশ রাজ্যে একটি অভয়ারণ্যে ৭টিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

এছাড়া আরও ৩টি হাতিকে চিকিৎসার জন্য বন্যপ্রাণী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। মৃত্যুর কারণ জানতে রাজ্যের পাশাপাশি দিল্লির কেন্দ্রীয় ব্যুরো তদন্ত কমিটি গঠন করেছে।

এর আগে চলতি বছরের ১ আগস্ট এই অভয়ারণ্যেই একটি বাঘও মারা যায়। বন কর্মকর্তার অবহেলার কারণে বাঘটি মারা যাওয়ার অভিযোগ পাওয়ার পর প্রধান বন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়।

বুধবার (৩০ অক্টোবর) ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি এ খবর জানায়।

খবরে বলা হয়, মঙ্গলবার ভারতের মধ্য প্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভ ফরেস্টে নিয়মিত টহল দেওয়ার সময় বনকর্মীরা দুটি হাতিকে মৃত অবস্থায় দেখতে পান। এছাড়া কাছাকাছি আরো ৫টি হাতিকে অসুস্থ অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে এই ৫ হাতিও মারা যায়।

জানা যায়, ১১ ও ১২তম হাতি দুটি এখনো সুস্থ রয়েছে।

হাতিগুলোর মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে হাতির পোর্ট মর্টেম করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এদিকে, হাতির মৃত্যুর কারণ উদঘাটনের জন্য রাজ্যের পাশাপাশি দিল্লিভিত্তিক ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো তদন্ত কমিটি গঠন করেছে।

এ ঘটনার পর সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর জেনারেল নন্দকিশোর কালে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

এর আগে এই অভয়ারণ্যেই একটি বাঘের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ পাওয়ার পর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল চিফ কনজারভেটর শুভরঞ্জন সেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২১‌ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই অভয়ারণ্যে ৪৩টি বাঘের মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে হাতি শিকারী ও বন কর্মকর্তাদের অবহেলার কারণে এ সব ঘটনা ঘটে বলে ভারতের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এ সম্পর্কিত আরও খবর